গাজীপুরে সংঘর্ষে শিশু নিহত

প্রকাশিত: ২৭-০৯-২০২৩ ২১:৪৮

আপডেট: ২৭-০৯-২০২৩ ২১:৪৮

গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে শিশু নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও কয়েকজন।

আজ (বুধবার) দুপুরে উপজেলার কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। 

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে লালমিয়া ও লিয়াকত আলীর মধ্যে। জনপ্রতিনিধি সামাদ ও মমিন মেম্বারের উপস্থিতিতে গ্রাম্য সালিশ বসে সাত্তার মিয়ার বাড়িতে। 

একপর্যায়ে দুইপক্ষের বাকবিতণ্ডা হলে উত্তেজিত হয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। এতে হামলায় মায়ের কোলে থাকা ফাতেহা নামে দুই বছরের শিশু দায়ের আঘাতে নিহত হয়। এছাড়া বেশ কয়েকজন আহত হয়। 

পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। একই সাথে শিশুর বাবা সহ মাকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। 

এবিষয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার সাবিনা বলেন, শিশু ফাতেহার মাথায় গুরুতর আঘাতের কারণে হাসপাতালে নিয়ে আসার সাথে সাথেই শিশুটির মৃত্যু হয়।

 

Laiza/Bodiar