চট্টগ্রাম প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রামের পটিয়ার সংসদ সদস্য শামসুল হক চৌধুরী বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট ছাত্র তৈরি করতে হবে, যে ছাত্র ভবিষ্যতে বাংলাদেশকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করবে।
আজ বুধবার দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলার দুটি বিদ্যালয়ের নব নির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করতেই জনগণের দ্বারে দ্বারে যান নির্বাচিত সংসদ সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন, হুলাইন ছালেহ নুর কলেজের পরিচালনা পরিষদের সদস্য নুরুল হাকিম, হাবিলাস দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফৌজুল কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Prottay/Bodiar