মাইকেল জ্যাকসনের টুপি বিক্রি হল ৭৭৬৪০ ইউরোতে

প্রকাশিত: ২৭-০৯-২০২৩ ১৮:৪৬

আপডেট: ২৭-০৯-২০২৩ ১৮:৪৬

বিনোদন ডেস্ক: মার্কিন পপ তারকা মাইকেল জ্যাকসনের ছুড়ে দেয়া টুপিটি ৭৭ হাজার ৬৪০ ইউরোতে বিক্রি হয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিসে টুপিটির নিলাম অনুষ্ঠিত হয়। নিলামের আয়োজন করে হোটেল ড্রাউট অকশন হাউজ।

আজ বুধবার (২৭শে সেপ্টেম্বর) সংবাদমাধ্যম এনডিটিভি এসব তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যম জানায়, প্রায় ২০০টি রক আইটেমের মধ্যে এটিই ছিল সবচাইতে চমককৃত। ১৯৮৩ সালে মোটাউনে অনুষ্ঠিত কনসার্টে মুনওয়াক নাচ করার আগে এই টুপিটি ছুড়ে দিয়েছিলেন মাইকেল জ্যাকসন। এর পরই তিনি আইকনিক মুনওয়াক করেন। আর এটিই পরবর্তীতে সিগনেচার ডান্স মুড নামে পরিচিত হয়। 

 

sanjida/Bodiar