বিনোদন ডেস্ক: দ্বিতীয়বার বাবা হতে চলেছেন জনপ্রিয় অভিনেতা জিৎ। মা হচ্ছেন মোহনা। পরিবারের নতুন অতিথি আসার খবর সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নিলেন অভিনেতা।
বিশেষ ফটোশুটের ছবি পোস্ট করে নায়ক লেখেন, “খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, পরিবারের সদস্য বাড়তে চলেছে। আসতে চলেছে আমাদের দ্বিতীয় সন্তান। সকলের আশীর্বাদ কাম্য।”
মেয়ে হওয়ার ১১ বছর পর নতুন সদস্য আসতে চলেছে।
এদিন স্ত্রী মোহনা এবং মেয়ে নবন্যাকে নিয়ে একসঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন তিনি। তিনজনেই পরেছেন একই রঙের পোশাক। স্ত্রী এবং মেয়েকে দু হাতে জড়িয়ে ধরে পোজ দিয়েছেন জিৎ। মুখে হাসি উপচে পড়েছে অভিনেতার। নেট দুনিয়ায় ভাসছে সেসব ছবি।
উল্লেখ্য, ২০১১ সালে শিক্ষিকা মোহনা রতলানির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০১২ সালে তাদের কোলজুড়ে আসে মেয়ে নভন্যা। আর দীর্ঘ ১১ বছর পর দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন জিৎ।
sanjida/Bodiar