কক্সবাজার সংবাদদাতা: বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দীর্ঘ ৬ মাস পর আবারও টেকনাফ থেকে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হয়েছে।
বুধবার (২৭ শে সেপ্টেম্বর) সকালে টেকনাফের দমদমিয়া জেটি ঘাট থেকে ৫১৭জন পর্যটক নিয়ে একটি জাহাজ সেন্টমার্টিন ছেড়ে যায়।
টেকনাফ থেকে সেন্টমার্টিন নৌপথে ১৬ বছর ধরে পর্যটকবাহী জাহাজ চলাচল করলেও নাফ নদীর নাব্যতা সংকটসহ কিছু কারণে গত পহেলা মার্চ থেকে তা বন্ধ ছিল। দীর্ঘ ছয় মাস পর আবারও শুরু হলো জাহাজ চলাচল। জাহাজ চলাচলের খবর পেয়ে দমদমিয়া জেটি ঘাটে ভিড় করেন ভ্রমণপিপাসুরা। জাহাজ চলাচল শুরু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।
পর্যটকদের নিরাপত্তার স্বার্থে কোস্ট গার্ড ও নৌ-পুলিশ তৎপর রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। প্রথম দিনে ৫১৭জন যাত্রী নিয়ে সেন্টমার্টিনে যাওয়া জাহাজ ‘বার আউলিয়া’র যাত্রী ধারণ ক্ষমতা সাড়ে ৮০০জন। কক্সবাজারের জেলা প্রশাসক মো. শাহীন ইমরান জানান, জাহাজ যাত্রায় পর্যটকদের যাতে কোনো সমস্যা না হয় সেদিকে নজর রাখা হচ্ছে। দীর্ঘদিন পর সেন্টমাটিনে পর্যটক আসায় উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয়রাও।
Prottay/Bodiar