করতোয়া নদীতে কিশোর নিখোঁজ

প্রকাশিত: ২৭-০৯-২০২৩ ১৭:১২

আপডেট: ২৭-০৯-২০২৩ ১৭:১২

হিলি সংবাদদাতা: দিনাজপুরে সাঁতার কেটে করতোয়া নদী পার হতে গিয়ে স্বাধীন বাস্কে (১৫) নামে এক আদিবাসী কিশোর নিখোঁজ হয়েছেন।

আজ (বুধবার) সকালে উপজেলার ৩নং সিংড়া ইউপির ডাঙ্গাপাড়া এলাকায় করতোয়া নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ স্বাধীন বাস্কে উপজেলার ১নং বুলাকিপুর ইউপির বিন্যাগাড়ী আদিবাসী এলাকার সোমায় বাস্কের ছেলে।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ওয়্যারহাউজ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা নিরঞ্জন সরকার জানান, সকালে কিছু আদিবাসী যুবক পাখি ও প্রাণী স্বীকার করতে আসে। এ সময় কিছু যুবক সাঁতার কেটে নদীর পার হয়ে যায়। আর পেছনে থাকা এক কিশোর পানিতে ডুবে যায়। পরে তার সহকর্মীরা ঘোড়াঘাট ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনা স্থলে যায়। এসময় ডুবুরিকে খবর দেয়া হয়। 

 

Nishat/Bodiar