কক্সবাজারে বসছে সপ্তাহব্যাপী পর্যটন মেলা

প্রকাশিত: ২৭-০৯-২০২৩ ০৯:৩৯

আপডেট: ২৭-০৯-২০২৩ ০৯:৪৪

কক্সবাজার সংবাদদাতা: বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজার সমুদ্রসৈকতে আজ বসছে সাত দিনব্যাপী পর্যটন মেলা ও বিচ কার্নিভ্যাল। পর্যটকদের কক্সবাজারমুখী করতে পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত সব প্রতিষ্ঠানে বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলবে ব্যতিক্রমী নানা উৎসব।

দেশি-বিদেশি পর্যটকদের কক্সবাজারমুখী করতে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আজ বুধবার থেকে কক্সবাজারের সমুদ্রসৈকতে বসছে সাত দিনব্যাপী পর্যটন মেলা ও বিচ কার্নিভ্যাল। 

কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মেলা চলবে ৩ অক্টোবর পর্যন্ত। ইতোমধ্যে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে পর্যটন মেলার মঞ্চ ও দুই শতাধিক স্টল নির্মাণ করা হয়েছে। হোটেল-মোটেল থেকে শুরু করে রেস্তোরাঁ, পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত সব প্রতিষ্ঠান বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে। 

হোটেল মোটেল গেস্ট হাউসগুলো ৫০-৬০ শতাংশ রুম আগাম বুকিং হয়েছে বলে জানালেন মালিক সমিতির নেতা। 

মেলা উপলক্ষে সাতদিন ব্যাপী নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ।

এবারের মেলা কক্সবাজারের পর্যটন শিল্পে বিশেষ অবদান রাখবে বলে আশা সংশ্লিষ্টদের। 

Laiza/sat