সাভার সংবাদদাতা: ঢাকা-আরিচা মহাসড়কে চাঁদা দিয়ে অবাধে চলছে ফিটনেসবিহীন লেগুনা। প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা, অনেকে প্রাণও হারাচ্ছেন। এসব লেগুনার বেশীরভাগ চালক ও সহকারি অপ্রাপ্তবয়স্ক। নেই ড্রাইভিং লাইসেন্স। তবে বিভিন্ন স্থানে চাঁদা দিয়ে দিব্যি লেগুনা চালাচ্ছে তারা। যদিও ট্রাফিক পুলিশ জানিয়েছে, এসব লেগুনার চলাচল বন্ধের উদ্যোগ নেয়া হয়েছে।
সাভারের হেমায়েতপুর থেকে সিএন্ডবি, সিএন্ডবি থেকে আশুলিয়া, আশুলিয়ার বাইপাইল থেকে নবীনগর ও আব্দুল্লাহপুর, সর্বত্রই দাপিয়ে বেড়াচ্ছে রুট পারমিটবিহীন লেগুনা। বিভিন্ন স্থানে গড়ে উঠছে এসব লেগুনার অবৈধ স্ট্যান্ড। যে কারণে সৃষ্টি হচ্ছে যানজটের। নিম্নমানের ও ত্রুটিযুক্ত এসব পরিবহন চলাচলের কারণে বাড়ছে সড়ক দুর্ঘটনাও।
বৈধ না হলেও বিভিন্ন স্থানে চাঁদা দিয়ে অবাধে চলছে এসব লেগুনা। এক একটি লেগুনার চালককে প্রতিদিন চাঁদা বাবদ গুনতে হচ্ছে ২৭৫ থেকে ৩৫০ টাকা।
এসব যানবাহন চলাচল বন্ধে প্রশাসনের নজরদারির দাবি জানিয়েছে নিরাপদ সড়ক আন্দোলনের নেতারা।
ট্রাফিক পুলিশের কর্মকর্তারা জানালেন, সাভার ও আশপাশের এলাকার সড়ক-মহাসড়কে অবৈধ লেগুনার চলাচল বন্ধের চেষ্টা চলছে।
লেগুনা চলাচল ও চাঁদাবাজি বন্ধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানালেন তিনি।
Nishat/sat