আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের উত্তরাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে বর-কনেসহ অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ১৫০ জন। স্থানীয় সময় মঙ্গলবার (২৬শে সেপ্টেম্বর) রাতে নিনেভেহ প্রদেশের আল-হামাদানিয়া জেলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অনুষ্ঠান চলাকালীন ব্যবহৃত আতশবাজি জ্বালানোর পরে আগুন লাগে। ভবনের দাহ্য গ্যাসের কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
নিনেভেহ প্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আগুনে ১০০ জন নিহত এবং ১৫০ জনেরও বেশি আহত হয়েছে।
এদিকে নিনভেহ প্রদেশের ডেপুটি গভর্নর হাসান আল-আলাক রয়টার্সকে বলেছেন, ১১৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে রাষ্ট্রীয় গণমাধ্যেম মৃতের সংখ্যা কমপক্ষে ১০০ বলে জানিয়েছে এবং ১৫০ জন আহত হয়েছে।
ইরাকি নিউজ এজেন্সি নিনার পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, দমকলকর্মীরা আগুন নেভাতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা স্থানীয় সাংবাদিকদের একাধিক ছবিতে বিয়ের হলে পুড়ে যাওয়া অনেক মরদেহ দেখা গেছে।
ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় শোক জানিয়েছেন। আহতদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি।
SAI/sat