সচেতনতা সড়কে দুর্ঘটনা কমাতে পারে : চট্টগ্রামের মেয়র

প্রকাশিত: ২৬-০৯-২০২৩ ২০:২৩

আপডেট: ২৬-০৯-২০২৩ ২০:২৩

চট্টগ্রাম প্রতিবেদক: পথচারী ও চালকদের সচেতনতা চট্টগ্রাম নগরীতে সড়ক দুর্ঘটনা কমাতে পারে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। আজ মঙ্গলবার দুপুরে নগরীর ষোলশহর ২ নম্বর গেট জংশনে ফুটওভারব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মেয়র একথা বলেন। 

এসময় তিনি জানান, প্রধানমন্ত্রীর দেয়া আড়াই হাজার কোটি টাকার প্রকল্পের আওতায় নগরীর যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ফুটওভারব্রিজ নির্মাণ করা হচ্ছে। তবে, সড়ক দুর্ঘটনা কমাতে হলে প্রয়োজন জনসচেতনতা। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি করপোরেশন এর কাউন্সিলর মোরশেদ আলম, করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলামসহ আরও অনেকে। 

 

Naeem/joy