লালমনিরহাটের নিম্নাঞ্চল প্লাবিত

প্রকাশিত: ২৬-০৯-২০২৩ ১৭:২৫

আপডেট: ২৬-০৯-২০২৩ ১৭:৪৫

ডেস্ক প্রতিবেদন: গত কয়েকদিনের টানা বৃষ্টি আর উজানের ঢলে তিস্তা ও ধরলা নদীর পানি আবারও বাড়ছে। লালমনিরহাটে নদী তীরবর্তী নিুাঞ্চল পানিতে তলিয়ে গেছে। সবজিসহ বিভিন্ন ফসল নষ্ট হওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন স্থানীয়রা। অনেক জায়গায় রাস্তাঘাট ডুবে চলাচলে ভোগান্তি বেড়ে গেছে। এদিকে, দিনাজপুরে নিুাঞ্চল জলমগ্ন থাকায় এখনও পানিবন্দী হাজারো মানুষ। 

কয়েকদিনের টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলের বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। অব্যাহত বৃষ্টিপাতের কারণে পানিতে তলিয়ে গেছে ফসলের ক্ষেত-বসতবাড়ী। তবে বেশ কিছু এলাকার নিুাঞ্চল থেকে  পানি নামতে শুরু করেছে।

গেল কয়েকদিনের মত মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি হচ্ছে লালমনিরহাটে। টানা বৃষ্টিতে তিস্তা ও ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পানিতে তলিয়ে গেছে ফসলের ক্ষেত-বসতবাড়ী। সবজিসহ বিভিন্ন ফসল নষ্ট হওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন স্থানীয়রা। আবারও বন্যার আশঙ্কায় আতংকিত হয়ে পড়েছেন নিম্নাঞ্চলের মানুষ। সাথে বাড়ছে জনদুর্ভোগ। জেলায় সকাল থেকে ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে, দিনাজপুরে পূনর্ভবা, আত্রাই, ডেপাসহ সকল নদ-নদীর পানি কমতে শুরু করেছে। তবে, জেলার নিুাঞ্চলসহ কিছু কিছু এলাকায় বাড়ী-ঘর এখনও জলমগ্ন হয়ে রয়েছে। রাস্তাঘাট পানিতে ডুবে রয়েছে। পানিবন্দী হয়ে আছে হাজারো মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট।

তবে, রংপুরের নিুাঞ্চল থেকে পানি নামতে শুরু করায় স্বস্তি ফিরেছে স্থানীয়দের মনে।

 

Kaniz/Bodiar