আমদানি-রপ্তানিতে নাকুগাঁও স্থলবন্দর সম্ভাবনাময়

প্রকাশিত: ২৬-০৯-২০২৩ ১৬:৫৪

আপডেট: ২৬-০৯-২০২৩ ১৬:৫৪

শেরপুর সংবাদদাতা: এক বছরের মধ্যে শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর দিয়ে পাঁচ গুণ আমদানি বৃদ্ধি সম্ভব বলে মন্তব্য করেছেন ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আবদুল মাতলুব আহমেদ। 

আজ মঙ্গলবার দুপুরে জেলার নালিতাবাড়ী নাকুগাঁও স্থলবন্দর পরিদর্শনের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

এসময় তিনি জানান, শুধু ভারত থেকে আমদানি নয়, ভুটান থেকেও সকল বৈধ পণ্য আমদানি-রপ্তানী করার জন্য প্রয়োজনীয় সরঞ্জামের যোগান দেয়া হবে। যা এ অঞ্চলের অর্থনীতি পরিবর্তনে ভূমিকা রাখবে বলে আশাবাদী তিনি। 

পরে শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে বাংলাদেশ বাণিজ্য উন্নয়নে নাকুগাঁও স্থলবন্দরের সম্ভবনা শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় অংশ নেন আবদুল মাতলুব আহমেদ। 

এসময় নাকুগাঁও স্থল বন্দরের সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, বাংলাদেশ ল্যান্ড পোর্ট অথরিটির সদস্য জাহাঙ্গীর কবিরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 

lamia/Bodiar