৩ দিনে ভারতে গেল ১৭৩ টন ইলিশ

প্রকাশিত: ২৬-০৯-২০২৩ ১৫:৪৩

আপডেট: ২৬-০৯-২০২৩ ১৫:৪৩

বেনাপোল সংবাদদাতা: গত তিন দিনে বেনাপোল বন্দর দিয়ে ভারতে রপ্তানি হলো ১৭৩ টন ৭০০ কেজি ইলিশ।  

এ বছর পূজায় ৩ হাজার ৯৫০ টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে সরকার। 

এর মধ্যে গত বৃহস্পতিবার ৭৭ মেট্রিক টন একশ কেজি, শনিবার ৪০ মেট্রিক টন একশ কেজি এবং সোমবার ৫৬ মেট্রিক টন পাঁচশ কেজি ইলিশ ভারতে রফতানি হয়েছে।

জানা যায়, আগামী ২০ই অক্টোবর শুরু হচ্ছে পূজা উৎসব। আর এ পূজা উৎসবে পশ্চিম বাংলার মানুষের কাছে অত্যন্ত প্রিয় এপারের পদ্মার ইলিশ।

এদিকে, ইলিশ রপ্তানিতে সঙ্কটের দোহায় দিয়ে এক সপ্তাহের ব্যবধানে যশোরের বাজারে কেজিতে ইলিশের দাম বেড়েছে ৪০০-৫০০ টাকা। এতে পছন্দের এ মাছটি কিনতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।

 

Sayma/Bodiar