‘টাইগার ৩’র দৃশ্যও ‘ফাঁস’

প্রকাশিত: ২৬-০৯-২০২৩ ১৫:৩০

আপডেট: ২৬-০৯-২০২৩ ১৫:৩০

বিনোদন ডেস্ক: বছরের শুরুতে ‘পাঠান’র মাধ্যমে বক্স অফিস ব্যবসায় সাফল্যের মুখ দেখেছে যশরাজ ফিল্মসের। ‘পাঠান’র পর এবার শাহরুখ-সালমানের জুটিকে আবার একসাথে দেখা যাবে ‘টাইগার ৩’ ছবিতে। এই বছরের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা সালমান খানের ‘টাইগার ৩’র।

ইতিমধ্যেই দর্শকের মনে জায়গা করে নেওয়া ফ্র্যাঞ্চাইজির ‘টাইগার’। এর আগের দুই ছবি ভালই ব্যবসা করেছে বক্স অফিসে। স্বাভাবিক ভাবেই, ছবি নিয়ে উৎসাহ কম নয় দর্শকদের। সেই জেরেই দর্শকের সামনে ‘ফাঁস’ হয়ে গেল ‘টাইগার ৩’ ছবির দৃশ্য। মুক্তির কয়েক মাস আগেই অস্বস্তিতে পড়লেন ছবির নির্মাতারা।

সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিওতে দেখা যাচ্ছে, জেল ভেঙে দৌড় দিয়েছেন সালমান। আগেই জানা গিয়েছিল, ‘টাইগার ৩’ ছবিতে নাকি থাকতে চলেছে জেলব্রেকের একটি দৃশ্য। সেই দৃশ্যেই একসঙ্গে দেখা যাওয়ার কথা শাহরুখ-সালমান তথা পাঠান-টাইগার জুটিকে। 

এর আগে শাহরুখের ‘পাঠান’ ছবিতে এন্ট্রি নিয়েছিলেন ‘টাইগার’ সালমান। আর সে অ্যাকশন দৃশ্য দেখে দর্শকরা হইচই শুরু করে দিয়েছিল। ‘পাঠান’ ছবির শেষে সালমান ও শাহরুখ স্পষ্টই বলে দিয়েছিলেন বলিউডের বক্স অফিস থাকবে তাঁদেরই হাতে দিওয়ালির ঠিক আগে মুক্তি পাবে ‘টাইগার ৩’।

 

Rehana/Bodiar