চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে চাঁপাই গ্রামীণ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন।
আজ মঙ্গলবার (২৬শে সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের চাঁপাই-মহেশপুরে সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বেলা ৩টা পর্যন্ত।
নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১২টি পদে দুই প্যানেলে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ জহরুল হক জনি জানান, ৭৮১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ চলছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।
Kaniz/Bodiar