নিজস্ব প্রতিবেদক : সাংবাদিক আতাউস সামাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ বাদ আসর জাতীয় প্রেস ক্লাবে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আতাউস সামাদ জন্মগ্রহণ করেন ১৯৩৭ সালের ১২ই নভেম্বর। আর জীবনাবসান ঘটে ২০১২ সালের আজকের এই দিনে। ৭৫ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান এই গুণী সাংবাদিক।
১৯৬০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। আতাউস সামাদের সাংবাদিকতায় হাতেখড়ি ১৯৫৬ সালে সাপ্তাহিক সচিত্র সন্ধানীতে। দীর্ঘ কর্মজীবনে তিনি কাজ করেছেন সংবাদ, আজাদ, পাকিন্তান অবজারভার, দি সান, বাংলাদেশ টাইমস ও বাংলাদেশ সংবাদ সংস্থায়। ১৯৮২ থেকে ’৯৫ সাল পর্যন্ত বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে বাংলাদেশ সংবাদদাতা হিসেবে কাজ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে খ-কালীন শিক্ষক হিসেবে ছাত্রছাত্রীদের পাঠদান করেন দীর্ঘ ২০ বছর। জাতীয় প্রেস ক্লাবের আজীবন সদস্য আতাউস সামাদ রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদকে ভূষিত হয়েছিলেন। একুশে পদক ছাড়াও অসংখ্য পদক ও সম্মানে ভূষিত হওয়া বরেণ্য এই সাংবাদিক আজও বেঁচে আছেন অসংখ্য পাঠকের মনে।
Rehana/Bodiar