ক্রীড়া ডেস্ক: তিন ম্যাচ সিরিজের শেষ একদিনের ক্রিকেট খেলায় ১৭১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ৩৪ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ১৭৩ রান টাইগাররা। এখন নিউজিল্যান্ডকে জিততে হলে করতে হবে ১৭২ রান।
আজ (মঙ্গলবার) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে, টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
এই খেলায় বাংলাদেশ দলে ফিরেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। একদিনের ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে জাকির হাসানের। সিরিজের প্রথম খেলাটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। আর দ্বিতীয় খেলায় হেরেছে বাংলাদেশ। ২০০৮ সালের পর বাংলাদেশের মাঠে ওয়ানডে ক্রিকেটে সিরিজ জয়ের হাতছানি রয়েছে নিউজিল্যান্ডের সামনে। ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ২ উইকেটে ১২ রান। অভিষেকে ব্যাট করতে নেমে ১ রানের বেশি করতে পারেনি জাকির হাসান।
বাংলাদেশ একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), জাকির হাসান, মাহেদী হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ
নিউজিল্যান্ড একাদশ:
ফিন অ্যালেন, উইল ইয়ং, ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলস, টম ব্লুন্ডেল (উইকেটরক্ষক), রাচিন রবীন্দ্র, কোল ম্যাককনচি, ইশ সোধি, অ্যাডাম মিলনে, লকি ফার্গুসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট
afroza/Bodiar