পাপনের বাসায় জরুরি বৈঠকে সাকিব-হাথুরুসিংহে

প্রকাশিত: ২৬-০৯-২০২৩ ০১:৪০

আপডেট: ২৬-০৯-২০২৩ ১৭:২২

ক্রীড়া ডেস্ক: একদিনের ক্রিকেট বিশ্বকাপের জন্য দল ঘোষণার আগের রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল ইসলাম পাপনের বাসায় রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। এতে বিসিবি সভাপতি ছাড়াও দলের হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক সাকিব আল হাসান উপস্থিত ছিলেন। সোমবার রাতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে তা গণমাধ্যমকে জানানো হয়নি। ধারণা করা হচ্ছে বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াডে কারা থাকবেন সে বিষয় নিয়েই আলোচনার জন্য এই বৈঠক ডাকা হয়।

মঙ্গলবার বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা করার কথা রয়েছে। আইসসিরি নিয়ম অনুযায়ী ১৫ সদস্যের দল ঘোষণা করতে হবে। তবে সাম্প্রতিক সময়ে খেলোয়াড়দের ইনজুরি বিপাকে ফেলেছে নির্বাচক ও কোচকে। তামিম ইকবাল চোট থেকে পুরোপুরি সেরে উঠেননি। নতুন করে চোট পেয়েছেন মেহেদি মিরাজ। এছাড়া কয়েকটি পজিশনে খেলোয়াড়দের অফ-ফর্ম ভাবাচ্ছে বোর্ডকে। এসব কিছু চূড়ান্ত করতেই সোমবার রাতের এই বৈঠক।

 

rocky/sat