নারায়ণগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জের আড়াইহাজারে শিশুকে (৬) ধর্ষণের পর হত্যার দায়ে নাইমুর রহমান (৩৫) নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
আজ সোমবার (২৫শে সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এ রায় দেন। এ সময় আসামি উপস্থিত ছিল।
দণ্ডপ্রাপ্ত নাইমুর রহমান বরগুনা জেলার লতাবাড়িয়া এলাকার আব্দুল জাব্বারের ছেলে। সে ভুক্তভোগী শিশুটির পাশের বাসায় ভাড়া থাকতো।
বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, ‘২০২১ সালের ২৪ সেপ্টেম্বর দায়ের করা মামলায় আদালত আজ এ রায় ঘোষণা করেন।’
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রকিব উদ্দিন আহমেদ রাকিব বলেন, ‘আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শিশুটিকে ধর্ষণের পর হত্যার কথা বলেছে।’
মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৩ সেপ্টেম্বর আসামি নাইমুর রহমান ছয় বছরের শিশুকে আইসক্রিম ও চকলেট কিনে দেওয়ার কথা বলে ভাড়া বাসায় ডেকে নেয়। সেখানে তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়। একদিন পর তার বাসার খাটের নিচ থেকে কাঁথায় মোড়ানো অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ৷ ওইদিনই নিহতের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আড়াইহাজার থানায় মামলা করেন৷ পরে আদালতে ১০ জনের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এ রায় ঘোষণা করেন।
sayma/shimul