আতঙ্কে নাগোর্নো-কারাবাখ ছাড়ছে আর্মেনীয়রা

প্রকাশিত: ২৫-০৯-২০২৩ ১৯:০৯

আপডেট: ২৫-০৯-২০২৩ ১৯:০৯

আন্তর্জাতিক ডেস্ক: সংঘাতপূর্ণ নাগোর্নো-কারাবাখে সামরিক অভিযান চালিয়ে নিয়ন্ত্রণে নিয়েছে আজারবাইজান সামরিক সদস্যরা। ফলে আতঙ্কের মুখে এ অঞ্চলটি ছেড়ে পালিয়ে যাচ্ছেন শত শত  আর্মেনিয়ান। তারা আর্মেনিয়ার বিভিন্ন শহরে আশ্রয় নিয়েছেন। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও রেডক্রস তাদের সহায়তা করছে। যারা এখনো অঞ্চলটিতে রয়ে গেছেন, আতঙ্কে দিন পার করছেন তারা। 

সোমবার (২৫ শে সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, আজারবাইজান নাগোরনো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার কয়েক দিন পর শত শত আর্মেনিয়ান সেখান থেকে পালিয়েছেন। আর্মেনিয়ান সরকার রোববার রাতে জানায়, নাগোরনো-কারাবাখ থেকে মোট এক হাজার ৫০ জন লোক দেশে প্রবেশ করেছে।

স্থানীয় সময় রোববার (২৪ শে সেপ্টেম্বর) আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান বলেছেন, দক্ষিণ ককেশাস অঞ্চলের প্রায় এক লাখ ২০ হাজার বেসামরিক নাগরিক আর্মেনিয়া চলে আসবেন বলে তিনি আশা করছেন। কারণ তারা আজারবাইজানের অংশে থাকতে চায় না এবং ‘জাতিগত নিধনযজ্ঞের’ ভয়ে শঙ্কিত।

তিনি জানান, নাগোরনো-কারাবাখের আর্মেনীয়রা তাদের মাতৃভূমি ছেড়ে চলে আসাকেই একমাত্র উপায় হিসেবে দেখবে এবং সেই সম্ভাবনাই বাড়ছে। 

তবে আজারবাইজান বলছে, নিজেদের নাগরিকদের ওপর হামলার পর কারাবাখ বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করেছেন তারা। দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, তার সেনাবাহিনী শুধুমাত্র কারাবাখ যোদ্ধাদের লক্ষ্যবস্তু করেছে, বেসামরিক নাগরিকদের বরং রক্ষা করেছে তারা।

গত মঙ্গলবার (১৯ই সেপ্টেম্বর) নাগোর্নো -কারাবাখে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করে আজারবাইজান। যদিও একে জাতিগত নিধন অভিযান বলে দাবি করে আসছে আর্মেনিয়ারা।

Kamal/shimul