'যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞায় সরকার বেসামাল'

প্রকাশিত: ২৫-০৯-২০২৩ ১৮:২৮

আপডেট: ২৫-০৯-২০২৩ ২১:২২

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞায় সরকার বেসামাল হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর সূত্রাপুর ধোলাইখালে সমাবেশে তিনি জানান, খালেদা জিয়া হাসপাতালে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বেঁধে দেয়া ৪৮ঘন্টার মধ্যে বিদেশে নেয়ার ব্যবস্থা না করলে যেকোনো পরিস্থিতির দায় সরকারের। এসময় সোজা কথায় কাজ না হলে রাজপথেই দাবি আদায়ের হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। 

বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে যুগপৎ ধারার এক দফার দাবি আদায়ে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সোমবার রাজধানীর ধোলাইখালে সমাবেশ করেছে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখা।

সমাবেশে দলটির সিনিয়র নেতারা বলেন, সরকার হীন উদ্দেশ্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে। জনগনের সমস্যার দিকে না তাকিয়ে আবারও কারচুপির নির্বাচনের চক্রান্ত চলছে।

সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধীদল দমিয়ে রাখতে চায়। যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা সরকারের ভেতর ভয় সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদার জিয়ার স্বাস্থ্যের আরও অবনতি হয়েছে। বেঁধে দেয়া সময়ের মধ্যেই বিদেশে নেয়ার সুযোগ দিতে সরকারের প্রতি আবারও দাবি জানান তিনি ‌।

সময় থাকতেই আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি মেনে নেয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

 

GM/shimul