নিজস্ব প্রতিবেদক: নব্বই এর গণঅভ্যুত্থানের মতো ছাত্র যুবকরা ঐক্যবদ্ধ হলেই শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
আজ নয়াপল্টনে অসুস্থ বেগম খালেদা জিয়ার মুক্তি ও দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য এবং ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।
মির্জা আব্বাস বলেন, খালেদা জিয়া অসুস্থ, বিদেশে চিকিৎসার সুযোগ পাচ্ছে না। এই মুহূর্তে সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে খালেদা জিয়ার জন্য আরেকবার লড়াই করতে চাই।
তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে সরকারকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেয়া হয়েছে। সরকার বলছে আইনি জটিলতা আছে। অথচ জিয়াউর রহমান, খালেদা জিয়ার সময় এমন অনেক বন্দিকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, সরকার তা ভুলে গেছে।
মির্জা আব্বাস বলেন, খালেদা জিয়াকে গ্রেফতারের পর থেকেই হত্যার চক্রান্ত চলছে। বিএনপি শুরুতে বোকার স্বর্গে ছিল, বুঝতে পারেনি। এখন বোঝা যাচ্ছে খালেদা জিয়াকে মূলত হত্যার জন্য গ্রেফতার করা হয়েছিল, যা এখন কার্যকর করা হচ্ছে।
তিনি আরো বলেন, বেঁধে দেয়া সময়ের ১২ ঘণ্টা পেরিয়ে গেছে, ৩৬ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন। তা না হলে খালেদা জিয়ার কিছু হলে ক্ষমতাসীনদের অস্তিত্ব রাখা হবে না বলেও এসময় হুঁশিয়ারি দেন তিনি।
Prottay/Bodiar