রাস্তায় গুলিবিদ্ধ ভুবন মারা গেছেন

প্রকাশিত: ২৫-০৯-২০২৩ ১১:৩৫

আপডেট: ২৫-০৯-২০২৩ ২১:৩২

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার বিজি প্রেসের সামনের রাস্তায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে আহত মোটরসাইকেল আরোহী ভুবন চন্দ্র শীল (৫২) মারা গেছেন।

আজ সোমবার (২৫শে সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। 

এর আগে গত ১৮ই সেপ্টেম্বর রাত ১০টার দিকে তেজগাঁও শিল্প এলাকার বিজি প্রেসের সামনের রাস্তায় শীর্ষ সন্ত্রাসী তারিক সাঈদ ওরফে মামুনের প্রাইভেট কার লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে একদল সন্ত্রাসী। এ সময় মোটরসাইকেলে করে ওই পথ দিয়ে নিজ বাসায় ফেরার সময় মাথায় গুলিবিদ্ধ হন ভুবন।

 

FR/Bodiar