পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

প্রকাশিত: ২৫-০৯-২০২৩ ১০:৪৬

আপডেট: ২৫-০৯-২০২৩ ১০:৪৬

ক্রীড়া ডেস্ক: এশিয়ান গেমসে নারীদের ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে জয় তুলে নিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ নারী দল। পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটের জয়ে বাংলাদেশকে এই উপহার দিলেন জ্যোতি-শামীমারা। 

এদিন ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ৬৫ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় পাকিস্তানের মেয়েরা। জবাবে, বাংলাদেশি ওপেনার শামীমা সুলতানা ও সাথী রানি ৫ ওভারেই তোলেন ২৭ রান। শক্ত ওপেনিং জুটি বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেয়। 

দলীয় ২৭ আর ব্যক্তিগত ১৩ রানে আউট হন শামীমা। সাদিয়া ইকবালের বলে সাজঘরে ফেরেন তিনি। দলীয় ৩০ রানে সাথী আর ৩৪ রানে অধিনায়ক জ্যোতি আউট হলে বিপত্তিতে পড়ে বাংলাদেশ। বিপদ আরেকটু বাড়ে ৪৩ রানে শোভানা মোস্তারির আউটে। তিনজনের উইকেটই তুলে নেন বোলার নাশারা সিন্ধু। 

তবে এরপর বিপদ বাড়তে দেননি স্বর্ণা আক্তার এবং রিতু মণি। রিতু মণির ১৪ বলে ৭ রান জয়ের জন্য অবদান রেখেছে। 

এর আগে ৩য় স্থান নির্ধারণী ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আগেরদিন টস জিতে বাংলাদেশের ব্যাট করার সিদ্ধান্ত বিস্মিত করেছিল সবাইকে। এবার আর সেই ভুল করলেন না টাইগ্রেস দলপতি। 

 

Prottay/Bodiar