হৃদরোগ ইনস্টিটিউটে মারামারি, এক রোগীর মৃত্যু

প্রকাশিত: ২৫-০৯-২০২৩ ১০:০১

আপডেট: ২৫-০৯-২০২৩ ১৫:৪৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন এক নারীর পরিবারের স্বজনদের সাথে হাসপাতালে কর্তব্যরত আনসারদের মারামারির ঘটনা ঘটেছে। 

রোববার (২৪শে সেপ্টেম্বর) মধ্যরাতে হাসপাতালের সিসিইউ’র প্রবেশমুখে মারামারির এই ঘটনাটি ঘটে।

চিকিৎসাধীন নারীর পরিবারের অভিযোগ, দু’পক্ষের মারামারি চলাকালীন সময়েই রোগীর মৃত্যু হয়।

ওই নারীকে দেখতে টাকা দিয়ে তিন দফা হাসপাতালের সিসিইউতে প্রবেশ করে পরিবারের সদস্যরা। চতুর্থ দফায় রোগীকে দেখতে প্রবেশের সময় টাকা না দেয়ায় তাদেরকে ঢুকতে বাধা দেয় কর্তব্যরত আনসার সদস্যরা। দু’পক্ষের বাকবিতণ্ডার এক পর্যায়ে আনসাররা বেধড়ক মারধর শুরু করে তাদের। এতে মৃত নারী রোগীর মেজো ছেলে গুরুতর আহত হন।

পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে। রাতেই স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি জেনে দোষীদের শাস্তি দেয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছেন।

 

Prottay/Bodiar