ঢাকায় বিএনপির সমাবেশ আজ

প্রকাশিত: ২৫-০৯-২০২৩ ০৯:২৪

আপডেট: ২৫-০৯-২০২৩ ১৫:১০

নিজস্ব প্রতিবেদক: সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ ঢাকায় সমাবেশ করবে বিএনপি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আয়োজনে ধোলাইখাল এলাকায় সমাবেশে বক্তব্য রাখবেন দলটির মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা।

তবে সাভারের আমিনবাজারে ঢাকা জেলা বিএনপি’র আজকের সমাবেশ স্থগিত করা হয়েছে।

পুলিশ সমাবেশের মঞ্চ ভেঙ্গে দিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। পরবর্তীতে কোথায় ও কখন এই সমাবেশ হবে তা নির্ধারণের জন্য নয়া পল্টনে সভা ডেকেছে ঢাকা জেলা বিএনপি।

এদিকে, রাজধানীতে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সমাবেশ করবে উত্তরায় আর মহানগর দক্ষিণ আওয়ামী লীগ শান্তি সমাবেশ করবে যাত্রাবাড়ীতে। বিকেলে এই দুটি সমাবেশ অনুষ্ঠিত হবে। 

 

 

FR/Bodiar