নারায়ণগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জে মাদক ও জীবন নাশকারী পটাশিয়াম সায়ানায়েডসহ (পয়জন) দুইজনকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুরে নারায়ণগঞ্জের নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল এ তথ্য জানান।
আটককৃতরা হলেন, চাঁদপুর জেলার মতলব থানার নারায়ণপুর গ্রামের শাহ আলম প্রধানের ছেলে শাকিল আহমদ (৩০) ও বরিশাল জেলার বাবুগঞ্জ থানার ইদিল কাঠি গ্রামের নূর মোহাম্মদ মোল্লার ছেলে রাকিব (৩২)।
নারায়ণগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা রাসেল জানান, রূপগঞ্জে আলোচিত নর্দার্ন ইউনিভার্সিটির এক অধ্যাপক হত্যা মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ শয়তানের নিঃশ্বাস নামে একটি চক্রের সন্ধান পায়। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার শাকিল আহমদকে চাঁদপুর থেকে এবং রাকিবকে ঢাকার টিকাটুলি এলাকা থেকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদক ও পটাশিয়াম সায়ানাইড বিষ উদ্ধার করা হয়।
Nishat/sat