ঘূর্ণিঝড়ে দিনাজপুরে শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত

প্রকাশিত: ২৪-০৯-২০২৩ ২২:২৮

আপডেট: ২৪-০৯-২০২৩ ২২:২৮

হিলি সংবাদদাতা: দিনাজপুরে ঘূর্ণিঝড়ে আশ্রয়ণ প্রকল্পের ঘরসহ শতাধিক বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার দুপুরে জেলার হাকিমপুর, বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলায় এই ঝড় আঘাত হানে। 

জানাগেছে, দুপুরে বৃষ্টির মধ্যেই আকস্মিক ঝড় শুরু হয়। এতে বিরামপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘরসহ ২৮টি, নবাবগঞ্জের বিনোদনগর ও গোলাপগঞ্জ এলাকার শতাধিক এবং হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার পাঁচটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ক্ষতিগ্রস্তদের জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে শুকনো খাবার, টিন ও নগদ অর্থ সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুজহাত তাসনীম জানান, আশ্রয়ণের চারটিসহ বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও গাছ ভেঙে পড়েছে ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের শুকনো খাবার, এক বান্ডিল টিন ও নগদ অর্থ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক বলেন, সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের তিন হাজার টাকা ও এক বান্ডিল টিন দেওয়া হবে।

 

Kaniz/joy