এশিয়ার গেমসে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত

প্রকাশিত: ২৪-০৯-২০২৩ ২১:৩৫

আপডেট: ২৪-০৯-২০২৩ ২১:৩৫

ক্রীড়া ডেস্ক: চীনে এশিয়ান গেমসে নারীদের ক্রিকেট ইভেন্টের সেমিফাইনালে ভারতের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ দল। বাংলাদেশকে হারিয়ে ফাইনালে চলে গেল ভারত। ফলে সান্তনার ব্রোঞ্জ জয়ের আশা বেঁচে রইলো বাংলার নারীদের।

আজ রোববার ঝেইজ্যাং ইউনিভার্সিটি অব টেকনোলজি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় খেলা মাঠে রগড়ায়। বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে ১৭ ওভার ৫ বলে মাত্র ৫১ রানে অলআউট হয়।সর্বোচ্চ ১২ রান করেন অধিনায়ক নিগার সুলতানা। আর কেউ দুই অংক ছুঁতে পারেননি।

এদিকে, বাংলাদেশের দেওয়া ৫২ রানের টার্গেট ছুঁতে ভারতের লেগেছে মাত্র ৮.২ ওভার। ভারতের বোলারদের মধ্যে পূজা নিয়েছেন ৪ ওভারে ১৭ রান দিয়ে ৪ উইকেট। 

 

 

 

afroza/joy