এশিয়ান গেমস : চীনের সাথে ড্র করেছে বাংলাদেশ

প্রকাশিত: ২৪-০৯-২০২৩ ২১:৩৪

আপডেট: ২৪-০৯-২০২৩ ২১:৩৪

ক্রীড়া ডেস্ক: এশিয়ান গেমস পুরুষ ফুটবলে নিজেদের শেষ খেলায় চীনের সাথে গোলশূণ্য ড্র করেছে বাংলাদেশ। খেলার প্রথমার্ধ থেকেই দাপটের সাথে খেলতে থাকে দুই দল। র‌্যাংকিয়ে এগিয়ে থাকা চীনকে প্রথমার্ধে বেশ কয়েকটি আক্রমণে করে বাংলাদেশ। 

তবে স্ট্রাইকাদের ব্যর্থতায় সুযোগ হাতছাড়া হয় রহমত মিয়াদের। গোলশূণ্য থেকে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে ছন্দ খুঁজে পায় স্বাগতিক নচীন। বাংলাদেশের গোলরক্ষককে ব্যস্ত রাখে একের পর এক আক্রমণে। তবে সব চেষ্টা রুখে দেন বাংলাদেশের গোলরক্ষক।

 

Saju/joy