চট্টগ্রাম প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মোশাররফ শাহ নামের এক সাংবাদিককে মারধর করা হয়েছে। আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে চবি’র নতুন কলা ও মানববিদ্যা অনুষদের সামনে এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিকের অভিযোগ, ছাত্রলীগকে নিয়ে প্রতিবেদন তৈরি করায় শাখা ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারীরা তাকে মারধর করেন। মারধরের পর ছাত্রলীগের অনুসারীরা ‘আর নিউজ করিস, তারপর দেখব’ বলে হুমকি দেয়।
মোশাররফ শাহ চবির যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। এছাড়া তিনি চবি সাংবাদিক সমিতির সদস্য ও প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান মো. আবু তৈয়ব বলেন, মোশাররফ হাতে এবং মাথায় আঘাত পেয়েছে। কপালে চারটি সেলাই দিতে হয়েছে। তার হাতে ফ্র্যাকচার হওয়ার হওয়ার আশঙ্কা আছে। তাই এক্সরে ও উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। বেলা সাড়ে ৩টার দিকে বাংলাদেশ ছাত্রলীগের ফেসবুক পেইজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করা হয়।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
এর আগে গত তিনদিন ধরে ছাত্রলীগের দুই পক্ষ ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে জড়ায়।
rocky/joy