গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ইইউ’র সহযোগিতা চান সিইসি

প্রকাশিত: ২৪-০৯-২০২৩ ২১:১৮

আপডেট: ২৪-০৯-২০২৩ ২১:১৮

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। 

আজ  (রোববার) ইউরোপীয় ইউনিয়নের চিঠির জবাবে লেখা চিঠিেিত সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে ইউ’সহ সকলের সহযোগিতা চেয়েছেন তিনি। আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না বলে সিইসিকে চিঠি দিয়ে জানিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন। তার জবাবে রোববার ইইউকে চিঠি পাঠান সিইসি। 

নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান সাংবাদিকদের জানান কমিশন এখনো আশা করে আগামী জাতীয় নির্বাচনে তারা পর্যবেক্ষক পাঠাবে।

 

 

afroza/joy