ভোলায় পাওয়া গ্যাসের অর্ধেক ব্যবহার হচ্ছে

প্রকাশিত: ২৪-০৯-২০২৩ ১৫:১৬

আপডেট: ২৪-০৯-২০২৩ ১৬:১৮

ফাহিম মোনায়েম: বিতরণ ও সরবরাহ ব্যবস্থা না থাকায় ভোলায় আবিস্কৃত গ্যাস পুরোপুরি ব্যবহার করা যাচ্ছে না। রাষ্ট্রায়ত্ত¡ জ্বালানি প্রতিষ্ঠান বাপেক্স’র হিসাবে অর্ধেক অব্যবহৃত থাকছে। তবে এখানকার গ্যাস খুলনা ও বরিশাল অঞ্চলে সরবরাহ করতে উদ্যোগ নিয়েছে সরকার। পাইপ লাইনের মাধ্যমে ভোলার গ্যাস জাতীয় গ্রিডে লাইনে সরবরাহ করতে একটি প্রকল্পের কাজ শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন  বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। 

দ্বীপ জেলা ভোলায় ৯টি কূপ খনন করে ৯টিতেই প্রাকৃতিক গ্যাস পেয়েছে রাষ্ট্রায়ত্ত¡ প্রতিষ্ঠান বাপেক্স। এগুলো থেকে প্রতিদিন গড়ে ১৭ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব। তবে বর্তমানে দৈনিক সর্বোচ্চ ৮৫ মিলিয়ন বা সাড়ে ৮ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন ও সরবরাহ করা হচ্ছে।

বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক জানান, ভোলায় আরো গ্যাস পাওয়ার সম্ভাবনা দেখছেন তারা। তবে বিতরণ ব্যবস্থা না হলে উত্তলোন করা যাবে না।  

ব্যবসায়ীরা বলছেন, গ্যাস না থাকায় সম্ভাবনা থাকা সত্ত্বেও বরিশাল অঞ্চলে কাঙ্খিত কলকারখানা গড়ে উঠছে না। গ্যাসসহ অন্যান্য সুযোগ-সুবিধা পেলে দক্ষিণাঞ্চল হতে পারে বাণিজ্যিক অঞ্চল।

ভোলায় পাওয়া গ্যাস পাইপ লাইনের মাধ্যমে বরিশাল ও খুলনা অঞ্চলে সরবরাহ করার পরিকল্পনা নিয়েছে সরকার। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, খুলনা পর্যন্ত পাইপ লাইন নির্মাণ করা হবে।

প্রায় ২৮ বছর আগে ভোলার বোরহানউদ্দিনের শাহবাজপুরে প্রথম গ্যাসের সন্ধান পায় বাপেক্স। এরপর ৩টি গ্যাস ক্ষেত্রে ৯টি কূপ খনন করা হয়। 

 

FM/shimul