ক্রীড়া ডেস্ক: এশিয়ান গেমস পুরুষ ফুটবল বিভাগের শেষ খেলায় আজ স্বাগতিক চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। ইতিমধ্যে টানা দুই ম্যাচ হেরে আসর থেকে বিদায় অনেকটা নিশ্চিত হয়েছে বাংলাদেশের।
র্যাংকিং ও শক্তির বিচারে অনেক এগিয়ে আছে স্বাগতিক দল। তবুও মাঠের লড়াইয়ে ছাড় দিতে চায় না হ্যাভিয়ের ক্যাবরেরা শিষ্যরা। শেষটা জয় দিয়ে রাঙ্গাতে চায় লাল-সবুজের দল। অন্যদিকে, টানা জয়ে অনেকটা ছন্দে আছে চীন। বাংলাদেশকে হারিয়ে শীর্ষে থেকে পরের পর্ব নিশ্চিত করতে চায় স্বাগতিক দল। হুয়াংলং স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫ টায়।
Saju/shimul