সড়ক অবকাঠামো বদলেছে পাবনার কৃষি অর্থনীতি

প্রকাশিত: ২৪-০৯-২০২৩ ০৯:১৯

আপডেট: ২৪-০৯-২০২৩ ১০:০৯

পাবনা সংবাদদাতা: গ্রামীণ সড়ক অবকাঠামোয় বদলে গেছে পাবনার কৃষি অর্থনীতি। চরাঞ্চলে পাকা সড়ক হওয়ায়   কৃষিপণ্য পরিবহনে ভোগান্তি ও খরচ কমছে। উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পেয়ে আয় বেড়েছে প্রান্তিক চাষিদের। যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠাগুলোতেও বেড়েছে শিক্ষার্থীর সংখ্যাও। 

ছবির মতো সুন্দর পাবনা সদরের পদ্মা পাড়ের কৃষি নির্ভর গ্রাম ঘোড়াদহ। চরের সুফলা জমিতে ফসল ভালো হলেও, একসময় সড়কের বেহাল দশায় পরিবহনে ছিলো চরম ভোগান্তি। শুষ্ক মৌসুমে ধুলা-বালি, আর বর্ষার কাঁদাজল পেরিয়ে ফসল ঘরে আনতে রীতিমতো যুদ্ধ করতে হতো চাষীদের। পরিবহন খরচ বেশি হওয়ায় লোকসানের কারণে অনেক সময় উৎপাদিত ফসল নষ্ট হতো মাঠেই।

তবে এখন বদলে গেছে সেই দৃশ্যপট। এক সময় ঘোড়া কিংবা মহিষের গাড়ি চলাই দুঃসাধ্য ছিল যে পথে, স¤প্রতি সেখানে নির্মিত হয়েছে পাকা সড়ক। চলন বিল ও চরাঞ্চলের এই সড়ক নির্মাণ করেছে কৃষি উন্নয়ন কর্পোরেশন।  যোগাযোগ খাতে উন্নতিতে বদলেছে সেখানকার কৃষি অর্থনীতি। 

কৃষি উন্নয়ন কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আহমেদ জানান, বর্ষাকালেও টেকসই থাকবে সব ঋতুতে চলাচল উপযোগী এই সড়ক। 

২০২২-২৩ অর্থ বছরে পাবনার চলনবিল ও চরাঞ্চলে ২০ কিলোমিটার সাবমারসিবল সড়ক নির্মিত হয়। 

 

Kaniz/shimul