সেমিফাইনালে কাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশি মেয়েরা

প্রকাশিত: ২৩-০৯-২০২৩ ২১:১৭

আপডেট: ২৩-০৯-২০২৩ ২১:১৭

ক্রীড়া ডেস্ক: চীনের এশিয়ান গেমস নারী ক্রিকেটে আগামীকাল (রবিবার) প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বৃষ্টিতে কোয়ার্টার ফাইনালে পৃথক পৃথক খেলা পরিত্যক্ত হওয়ায় র‌্যাংকিয়ে এগিয়ে থেকে সেমিফাইনালে জায়গা করে নেয় দুই দল। হ্যাংজুতে বৃষ্টির কারণে শনিবার সকালে অনুশীলন বাতিল করে বাংলাদেশ দল। 

আগামীকালের ম্যাচেও রয়েছে বৃষ্টির শঙ্কা। যদি, বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ম্যাচটি মাঠে না গড়ায় তাহলে নিয়ম অনুযায়ী র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় ভারত চলে যাবে ফাইনালে। তবে বাংলাদেশের কোচ হাসান ‌তিলকরত্নে মনে করছেন আগামীকাল খেলা হলে মেয়েরা ভারতের বিপক্ষে ভালো লড়াই করবে। 

অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে জয় দিয়ে ফাইনালে উঠতে চায় ভারতীয় নারী দল। ঝেজিয়াং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭ টায়।

 

Saju/sat