দ্রুত উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

প্রকাশিত: ২৩-০৯-২০২৩ ২০:৪৯

আপডেট: ২৩-০৯-২০২৩ ২১:৪২

ক্রীড়া ডেস্ক: নিউজিল্যান্ডের ইশ সোধির বোলিংয়ে ৬ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ। সোধি একাই নিয়েছেন ৫ উইকেট। ২৫৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৩৪ রানে ৬ উইকেট হারিয়েছে বাংলাদেশ। অভিজ্ঞ মাহমুদউল্লাহর সাথে ব্যাট করছেন নাসুম। 

বিশ্বকাপের আগে নিজেকে প্রমাণ করার দারুণ এক সুযোগ পেয়েছিলেন তানজিদ হাসান তামিম। এশিয়া কাপে সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি। সুযোগ পেয়ে ঘরের মাঠেও পারলেন না। ১২ বলে ১৬ রান করে আউট হতে হলো তাকে।

বড় তামিম এবং ছোট তামিমের জুটিটা হলো ৪১ রানের। ১৯ রানে প্রথম উইকেট পড়ার পর দুই তামিমের ব্যাটে মনে হচ্ছিলো ভালোই এগুচ্ছে বাংলাদেশ। কিন্তু ইশ সোধির বলে লকি ফার্গুসনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন তানজিদ হাসান তামিম।

সৌম্য সরকার বরাবরের মতোই ব্যর্থ। নিজের সামথ্যের বিন্দুমাত্রও ব্যবহার করতে পারলেন না। মাঠে নামলেন এবং মাত্র ২ বল খেলেই ইস সোধির হাতে রিটার্ন ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।

সম্ভাবনার মৃত্যু ঘটলো তাহিদ হৃদয়ের আউট হওয়ার মধ্য দিয়ে। ৭ বল খেলে ৪ রান করলেন তিনি। এরপরই বোল্ড হয়ে গেলেন ইশ সোধির বলে। ৭০ রানের মাথায় পতন ঘটলো বাংলাদেশের ৪ উইকেটের। তামিম ইকবাল থেমেছেন ৪৪ রান করেই। ৫৮ বলের ইনিংসে সাবেক অধিনায়ক মেরেছেন ৭টি চার।

গোল্ডেন ডাক না মারলেও ব্যাট হাতে ভালো স্কোর গড়তে পারেননি বাংলাদেশ দলের অধিনায়ক। ১৬ বল খেলে ৬ রান করে আউট হয়ে যান তিনি। কাইল জেমিসনের বলে রাচিন রবিন্দ্রর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান লিটন। বাংলাদেশের স্কোর তখন ১৯ রান।

এরআগে ২৫৪ রানে অলআউট হয়েছে নিউজিল্যান্ড। অভিষেকে খালেদ তিন উইকেট নেন। সমান উইকেট পান মেহেদী হাসান। মোস্তাফিজুর রহমান ১০ ওভারে ৫৩ রান দিয়ে পেয়েছেন দুটি উইকেট

afroza/sat