মহাখালীতে ট্রেনে কাটা পড়ে তিন শিশুর মৃত্যু

প্রকাশিত: ২৩-০৯-২০২৩ ২০:০৯

আপডেট: ২৪-০৯-২০২৩ ০৯:২৮

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মহাখালীতে ট্রেনের নিচে পড়ে পড়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৩শে সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে নিহতদের নাম বা পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাদের বয়স ১০ থেকে ১৩ বছরের মতো।

বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্র ধর বলেন, তিন পথশিশু রেললাইন দিয়ে হাঁটছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ধাক্কায় তাদের মৃত্যু হয়েছে।

পুলিশ তিনজনের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে বলে জানান তিনি। 

rocky/sat