নওগাঁ সংবাদদাতা: নওগাঁর রানীনগরে একটি বাড়িতে ডাকাতির ঘটনায় ডাকাত চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র, নগদ টাকা ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।
আজ শনিবার (২৩শে সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক।
পুলিশ সুপার জানান, গ্রেফতার মাসুদ রানার নেতৃত্বে শুক্রবার সন্ধ্যায় প্রণব সাহার বাড়িতে একদল ডাকাত সদস্যরা ঘরে ঢুকে তার স্ত্রী ময়না রাণীর মুখ পেঁচিয়ে এবং গামছা দিয়ে হাত-পা বেঁধে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ২৬ হাজার টাকাসহ বিভিন্ন মালামাল ডাকাতি করে নিয়ে যায়। এ ঘটনায় বাড়ির মালিক প্রণব সাহা থানায় মামলা করেন। পরে পুলিশ রাতভর অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে। এসময় নগদ ২৬ হাজার টাকাসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।
Kaniz/sat