'জিয়াউর রহমান খুনের রাজনীতি শুরু করেছিলো'

প্রকাশিত: ২৩-০৯-২০২৩ ১৭:৪৪

আপডেট: ২৩-০৯-২০২৩ ১৭:৪৪

দিনাজপুর সংবাদদাতা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, জিয়াউর রহমানের সময় ‘গুম, খুন ও বিনা বিচারে হত্যা শুরু হয়। তারা বঙ্গবন্ধুকে হত্যা করে দেশে খুনের রাজনীতি শুরু করে।

শনিবার দুপুরে দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘মায়ের কান্না’ সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, জিয়া খুনের রাজনীতি শুরু করেছিলো এবং সেখান থেকে তার স্ত্রী খালেদা জিয়া ও ছেলে তারেক রহমান এখনও বঙ্গবন্ধুর রক্তের পেছনে লেগে আছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ বার হত্যা করার পরিকল্পনা করা হয়। 

মোজাম্মেল হক বলেন, মৃত ব্যাক্তিদের বিরুদ্ধে মামলা মোকদ্দমার নিয়ম নাই। সে জন্য ৭৫-এর হত্যাকাণ্ডে যারা অন্তরালে থেকে পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন আইন পরিবর্তন করে বা কমিশন গঠন করে তাদের বিচার করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, রংপুর-২ আসনের সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী। 

rocky/sat