শেরপুর কারাগারে হাজতির মৃত্যু

প্রকাশিত: ২৩-০৯-২০২৩ ১৬:৩৬

আপডেট: ২৩-০৯-২০২৩ ১৬:৩৬

শেরপুর সংবাদদাতা: শেরপুর জেলা কারাগারে মানিক মিয়া (৩০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (২৩শে সেপ্টেম্বর) হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

শেরপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ হুমায়ুন কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। 

মানিক ‍মিয়া শেরপুর সদর উপজেলার কামারের চর ইউনিয়নের ডোবারচর দক্ষিণ পাড়া গ্রামের বাসিন্দা মৃত হায়দর আলীর ছেলে।

জেলা কারাগার সূত্রে জানা যায়, ২২শে সেপ্টেম্বর বিকেল ৫টায় কারা অভ্যন্তরে শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন মানিক। পরে বিকেলে তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে শেরপুর জেলা সদর হাসপাতালের চিকিৎসক জানান, মানিক ‍মিয়া দীর্ঘদিনের শ্বাসকষ্টের রোগী ছিলেন। ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। মৃত্যুর অন্য কোনো কারণ থাকলে ময়নাতদন্তের পর জানা যাবে।

জেল সুপার আরও বলেন, তিনি নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনালের ২০০০ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) এবং ২০১২ সনের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮(১)/৮(৭) এর মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

Laiza/sat