চাটখিলে যুবলীগ নেতাকে গলাকেটে হত্যা

প্রকাশিত: ২৩-০৯-২০২৩ ১৪:২৮

আপডেট: ২৩-০৯-২০২৩ ১৪:২৮

নোয়াখালী সংবাদদাতা: নোয়াখালীর চাটখিল উপজেলায় এক যুবলীগ নেতাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে পুলিশ তাৎক্ষণিক এ হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে পুলিশ চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুন্দলপুর এলাকার ফটিক বাড়ির বাগান থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এ সময় পুলিশ মরদেহের পাশ থেকে একটি দা, দুই জোড়া জুতা, একটি খাতা, সিগারেট ও কিছু তাস উদ্ধার করে।

নিহত মোহাম্মদ রনি পলোয়ান (৩২) চাটখিল পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের সুন্দলপুর গ্রামের পলোয়ান বাড়ির শাহজাহানের ছেলে এবং চাটখিল পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিল। সে পেশায় একজন সিএনজি চালক ছিল।

জানা গেছে, নিহত রনির দুই বাড়ির পাশের বাড়ি হচ্ছে ফটিক বাড়ি। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ওই বাড়ির এক নারী বাগানে গেলে রনির রক্তাক্ত মরদেহ বাগানে পড়ে থাকতে দেখে চিৎকার করে। স্থানীয় লোকজন এগিয়ে এসে রক্তাক্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়।

পরে নিহত রনির পরিবারের সদস্যরা মরদেহ দেখতে গিয়ে সনাক্ত করে এটি রনির মরদেহ। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে যায়। ধারণা করা হচ্ছে, দুষ্কৃতকারীরা ওই যুবককে অন্য কোথাও হত্যা করে এখা‌নে মরদেহ ফে‌লে গে‌ছে।

sanjida/shimul