খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে যা বললেন আইনমন্ত্রী

প্রকাশিত: ২৩-০৯-২০২৩ ১৪:১৯

আপডেট: ২৩-০৯-২০২৩ ১৫:৪৬

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে আবেদন করতে হবে। সেখান থেকে আইনমন্ত্রণালয়ে মতামত চাওয়া হলে আইন অনুযায়ী মতামত দেয়া হবে। সকালে, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিককের এসব কথা বলেন আইনমন্ত্রী। 

দন্ডপ্রাপ্ত হলেও বর্তমানে খালেদা জিয়া যে চিকিৎসা পাচ্ছেন তা প্রধামন্ত্রীর মহানুভবতা উল্লে­খ করে আইনমন্ত্রী বলেন, দেশেই ভালো চিকিৎসা হচ্ছে খালেদা জিয়ার। এসময় কর্মসূচির নামে আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও বলেন আনিসুল হক। 

 

Azmi/shimul