টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

প্রকাশিত: ২৩-০৯-২০২৩ ১৩:৫৭

আপডেট: ২৩-০৯-২০২৩ ১৭:০১

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। বৃষ্টির কারণে প্রথম ম্যাচ পরিত্যক্তের পর দ্বিতীয় ম্যাচেও আছে শঙ্কা। 

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়েছে টস পর্ব। কয়েন ফ্লিকে জয়লাভ করে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক লকি ফার্গুসন।

প্রথম ম্যাচে দারুণ পারফরম্যান্স করেন বাংলাদেশের বোলাররা। বিশেষ করে মুস্তাফিজুর রহমানের পারফরম্যান্স চিন্তা মুক্ত করেছে টিম ম্যানেজমেন্টকে। নিউজিল্যান্ডের টপ-অর্ডারকে ধসিয়ে দিয়ে ৭ ওভারে ২৭ রানে ৩ উইকেট নেন তিনি। 

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশ দলে এসেছে পরিবর্তন। নতুন করে টাইগার স্কোয়াডে যুক্ত হয়েছেন পেসার হাসান মাহমুদ। এশিয়া কাপ শেষ করে এসে বিশ্রামে ছিলেন তিনি। 

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলের একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। তানজিম সাকিবের পরিবর্তে একাদশে ফিরতে পারেন হাসান মাহমুদ। এছাড়া একাদশে থাকার সম্ভাবনা রয়েছে রিশাদ হোসেনেরও। 

 

sanjida/shimul