ব্রহ্মপুত্র নদের চরে কাশবন দেখতে ভিড়

প্রকাশিত: ২৩-০৯-২০২৩ ১০:৪৫

আপডেট: ২৩-০৯-২০২৩ ১১:৪১

কিশোরগঞ্জ সংবাদদাতা: শরৎকালের এক দারুণ উপহার হলো কাশফুল। প্রকৃতির রূপ যেন আরও শুভ্র সুন্দর করে তোলে কাশবনের স্নিগ্ধতা। রৌদ্রজ্জল আকাশে সাদা মেঘের ভেলার সাথে দিনভর চলে আলো-ছায়ার খেলা। অপার এই সৌন্দর্য্যে মুগ্ধ হয়ে উঠে প্রকৃতিপ্রেমীরা। কাশফুলের এমন রূপ দেখতে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলে ভীড় জমাচ্ছে শত শত দর্শনার্থী। 

শরতের শুভ্রতা যেন নেমে এসেছে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলের কাঁশবনে। প্রকৃতির নির্মল বাতাসে সাদা কাশফুলের সৌন্দর্য্যে মুগ্ধ করছে দর্শনার্থীদের। সাদা ফুলে ভরে উঠেছে কাশবন। রোদের সোনালী আলো কাশবনের রূপ বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। এ যেন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। প্রতিদিনই শহর ও দূর গ্রামের মানুষ এই কাশবন দেখতে ভিড় করছেন।

দর্শনার্থীদের নিরাপত্তায় প্রশাসনও সেখানে তৎপর বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। 

শুধু সৌন্দর্য্য বিলিয়ে যাচ্ছে না এই কাশফুল বন। কাশখড় বিক্রি করে স্থানীয় অনেকে আয়ও করছেন।  

 

Priyonty/shimul