নীলফামারী সংবাদদাতা: পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস পেতে যাচ্ছে নীলফামারীর মানুষ। বগুড়া থেকে সৈয়দপুর পর্যন্ত ১৫০ কিলোমিটার গ্যাস সঞ্চালন পাইপলাইনের নির্মাণ কাজ শেষে হয়েছে। এখন অপেক্ষা গ্যাস সরবরাহের। এই পাইপলাইন চালু হলে বাসা বাড়িসহ এ অঞ্চলের শিল্পকারখানায় গ্যাস সংযোগ দেয়ার দাবি ব্যবসায়ীদের।
নীলফামারীর সৈয়দপুরে উচ্চ চাপ ক্ষমতা সম্পন্ন ৩০ ইঞ্চি ব্যাসের ১৫০ কিলোমিটার দীর্ঘ গ্যাস সঞ্চালন পাইপলাইন বসানোর কাজ শেষ হয়েছে। পশ্চিামাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড এখন গ্যাস সরবরাহের আনুসঙ্গিক কাজ করছে। এই কাজ শেষ হলেই পীরগঞ্জ, রংপুর ও সৈয়দপুর কেন্দ্র থেকে বাণিজ্যিকভাবে গ্যাস সরবরাহ শুরু হবে।
গ্যাস সরবরাহ শুরু হলে এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকান্ডে ব্যাপক পরিবর্তন আসবে বলে আশা স্থানীয়দের। ইতিমধ্যে জেলায় ইপিজেডের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে অনেক ছোট-বড় শিল্প কারখানা গড়ে উঠেছে। যার মধ্যে বেশ কিছু রফতানীমুখী প্রতিষ্ঠানও রয়েছে। এসব শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
অগ্রাধিকার ভিত্তিতে শিল্প কারখানা ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে গ্যাস সরবরাহ করা হবে বলে জানান, গ্যাস ট্রান্সমিশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক।
জেলায় ইপিজেড, বিসিক শিল্প নগরীসহ কয়েক হাজার ছোট-বড় শিল্প কারখানা রয়েছে, যেখানে ২ লাখের বেশি শ্রমিক কাজ করে।
Kaniz/shimul