ঠাকুরগাঁওয়ে ট্রাকচাপায় একজন নিহত

প্রকাশিত: ২২-০৯-২০২৩ ২১:৩০

আপডেট: ২২-০৯-২০২৩ ২১:৩০

ঠাকুরগাঁও সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ে ট্রাকচাপায় সোহরাব হোসেন (৪৮) নামের এক পশু চিকিৎসক নিহত হয়েছেন। 

আজ শুক্রবার (২২শে সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ২৯ মাইল সুগান দিঘিরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহরাব হোসেন ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব বেগুনবাড়ী গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে।

বোদা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলাম জানান, দুপুরে সোহরাব হোসেন বাড়ি থেকে বের হয়ে বড় খোচাবাড়ী বাজারে যায়। সেখানে প্রয়োজনীয় কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ২৯ মাইল সুগান দিঘিরপাড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

 

Kaniz/prabir