অবহেলায় অনেক নদনদী হারিয়ে যাচ্ছে

প্রকাশিত: ২২-০৯-২০২৩ ২০:৫৪

আপডেট: ২২-০৯-২০২৩ ২১:১৬

নিজস্ব প্রতিবেদক: সরকারের অবহেলায় দেশের অনেক নদনদী হারিয়ে যাচ্ছে বলে অভিযোগ করে এগুলোকে বাঁচাতে নদী রক্ষা কমিশনকে আরও কার্যকর করার দাবি তুলেছেন বিশেষজ্ঞ ও পরিবেশবাদীরা। তারা বলছেন, নদী রক্ষা কমিশনকে স্বাধীন ও শক্তিশালী কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা জরুরি। দখল ও দূষণের হাত থেকে রক্ষা করতে হবে টিকে থাকা নদনদীগুলোকে। বিশ্ব নদী দিবস উপলক্ষে শুক্রবার বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপার উদ্যোগে শোভাযাত্রা ও নদী পরিদর্শন কার্যক্রমে অংশ নিয়ে এসব কথা বলেন পরিবেশবাদীরা। 

চারটি নদী চারদিক দিয়ে ঘিরে রেখেছে রাজধানীকে। বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা, বালু- এই চারটি নদী একদিকে যেমন হতে পারে ঢাকাবাসীর প্রয়োজনীয় পানির উৎস, তেমনি আবার হতে পারত শহর থেকে পানি নিষ্কাশনের আধার। যদিও বাস্তবে সেটি কমই হচ্ছে। 

এই চার নদীকে কেন্দ্র করে পরিকল্পিক ঢাকা মহানগরী গড়ে তোলার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে পরিবেশ আন্দোলন বাপা। শুক্রবার বিশ্ব নদী দিবস উপলক্ষে জলাশয় রক্ষায় সচেতনতা বাড়াতে ভিক্টোরিয়া পার্ক থেকে সদরঘাট লঞ্চ টার্মিনাল পর্যন্ত শোভাযাত্রা করে সংস্থাটি। 

পরে বুড়িগঙ্গা নদীর বর্তমান অবস্থা সরেজমিন পর্যবেক্ষণ শেষে সদরঘাট থেকে ট্রলারে করে বসিলা যায় বাপা নেতৃবৃন্দ। দাবি জানান, বন্ধ হোক নদী দূষণ, বছর জুড়ে স্বচ্ছ থাকুক বুড়িগঙ্গার পানি। 

এসময় দেখা যায় নদীর দুই তীরে অবাধে ফেলা হচ্ছে আবর্জনা। পানিতে ভাসছে ময়লা ও পলিথিন। তীর ভরাট করে দখল করার  দৃশ্যও চোখে পড়ে। 

রাজধানীর চারপাশের নদীসহ দেশের সব নদনদী রক্ষায় ‘নদী রক্ষা কমিশন’কে শক্তিশালী করার দাবি জানায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপার সভাপতি নুর মোহাম্মদ তালুকদার। 

 

FM/prabir