নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ২২-০৯-২০২৩ ১৬:৪৬

আপডেট: ২২-০৯-২০২৩ ১৬:৪৬

হিলি সংবাদদাতা: দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন এক অজ্ঞাত ব্যাক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে বিরামপুর-ঘোড়াঘাটের মহাসড়কের ভাদুরিয়া বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই বৃদ্ধের পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করতে পারেনি পুলিশ।

পুলিশ জানান, সড়ক দুর্ঘটনায় নিহত মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ রাস্তা পারাপারের জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় ঢাকাগামী একটি  পাথর বোঝাই ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাওহীদুল ইসলাম তাওহীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

lamia/shimul