সরকার নির্ধারিত দামে মিলছে না পেঁয়াজ-আলু

প্রকাশিত: ২২-০৯-২০২৩ ১৫:৩৪

আপডেট: ২২-০৯-২০২৩ ১৬:০৩

নিজস্ব প্রতিবেদক: সরকার আলু ও পেঁয়াজের দাম নির্ধারণ করে দিলেও বাজারে এর প্রতিফলন নেই। রাজধানীর বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ ও আলু। তবে, ডিম পাওয়া যাচ্ছে সরকার নির্ধারিত মূল্যে। যদিও এতে লোকসান হচ্ছে বলে দাবি বিক্রেতাদের। এদিকে, ইলিশসহ সব ধরনের মাছ ও মুরগীর দাম গত সপ্তাহের তুলনায় বেড়েছে। তবে তেল ও চিনি সরকার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে।

সম্প্রতি ডিমের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। এ পর্যন্ত ১০ কোটি ডিম আমদানির অনুমতি দেয়া হয়েছে। এই উদ্যোগের পর কিছুটা হলেও স্বস্তি ফিরেছে ডিমের বাজারে। রাজধানীর বাজার ঘুরে দেখা গেলো বিক্রি হচ্ছে সরকারের বেঁধে দেয়া দামেই। যদিও এ কারণে লোকসান গুনতে হচ্ছে বলে জানালেন খুচরা ব্যবসায়ীরা। 

তবে উল্টোচিত্র আলু ও পেঁয়াজের বাজার। মিলছে না সরকার নির্ধারিত দামে। আলু প্রতি কেজি ৪৫ থেকে ৫০টাকা আর দেশি পেঁয়াজ প্রতি কেজি ৮০টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বিক্রেতারা বলছেন, বাড়তি দামে কেনার কারণে বাড়তি দামেই বিক্রি করতে হচ্ছে। 

এদিকে, মুরগির মাংসের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। ইলিশসহ সব ধরনের মাছের দামও চড়া বলে অভিযোগ ক্রেতাদের। 

তবে তেল ও চিনি বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দামেই। চালের মূল্যও আগের মতোই। সরবরাহ বাড়ায় কমছে সবজির দামও।  

 

Forhad/shimul